Published on Feb 14, 2017
Song: Karone Okarone
Vocal: Minar Rahman
Lyric: Isteaque Ahmed
Tune: Minar Rahman
Music Arrangement: Shaker Raza
Label: Eagle Music
Lyric | কথা :
কারণে অকারণে
নিষেধে বা বারণে
তোমার নামেই যত
জোছনা নিলাম
নিয়মে অনিয়মে
দহনে বা ধারণে
আমায় নিখোঁজ ভাবো বা
পাশেই ছিলাম
ভেতরে বাহিরে
দহনে বা ধারণে
আমায় নিখোজ ভাবো বা
পাশেই ছিলাম
চোখে জল নোনা কি
নিয়ে গেলো জোনাকী কেনো
আমি পথে একা দাঁড়িয়ে
আলোদের পিয়নে
সোডিয়াম নিয়নে যেনো
সবই কোথায় হারিয়ে
আমি তোমার দ্বিধায় বাঁচি
তোমার দ্বিধায় পুড়ে যাই
এমন দ্বিধার পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
আমি তোমার স্বপ্নে বাঁচি
তোমার স্বপ্নে পুড়ে যাই
এমন সাধের পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
জলেতে আগুনে
বর্ষা বা ফাগুনে
তোমার নামে যত
মেঘেদের গান
জাগরণে তুমি ছিলে
কোথায় যে কি ছিলে
আমায় নিখোঁজ ভাব নিয়ে অভিমান
Please Leave a #comment after watching this #video to #share with us your opinion.
#Shaklaine_Mustaq
Follow:www.facebook.com/shaklaine