Program name: Ityadi (Ittadi) - ইত্যাদি - Eid ul fitr episode 2009 
Script: Hanif Sanket 
Director: Hanif Sanket 
Host: Hanif Sanket 
Production: Fagun Audio Vision 
On air: Bangladesh Television (BTV) 
First on air: 22 September, 2009 
 
Hanif Sanket, who hosted, scripted and directed the show Ityadi. 
 
ইত্যাদি’র প্রতিটি ঈদ অনুষ্ঠানই বিশেষ বৈচিত্র্য নিয়ে আসে। যেমন প্রতিবারের মত এই অনুষ্ঠানের শুরুতেও ছিল “ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ” গানটি। দুই মিনিটের এই গানটির ধারণে অংশগ্রহণ করেছেন পাঁচ শতাধিক মানুষ। ঈদ ইত্যাদি’র এই পর্বে জননন্দিত শিল্পী সাবিনা ইয়াসমিন ও এ্যান্ড্রু কিশোরের গাওয়া দ্বৈত সঙ্গীত এর সঙ্গে অংশ নেয়ার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল ক’জন সৎ, উদ্যমী ও মানুষদরদী মানুষকে। আবার সত্তর দশকের পর্দায় ঝড় তোলা তিনজন নায়ক বুলবুল আহমেদ, ফারুখ ও ওয়াসীম এর সঙ্গে এই প্রজন্মের তিন নায়ক তিন নায়ক ঈমন, নীরব ও সজল এর অংশগ্রহণে ছন্দে-সুরে, গল্পে একাল সেকাল নিয়ে মজার একটি পর্ব রয়েছে এই ইত্যাদিতে। এছাড়াও সঙ্গীত, মডেল, নৃত্য ও অভিনয় জগতের অর্ধশত শিল্পী অংশগ্রহণ করেছেন বিভিন্ন পর্বে। 
 
ইত্যাদি’র রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। 
 
ঈদ ইত্যাদির এই পর্বটি প্রথম প্রচারিত হয় ২০০৯ সালের ২২ সেপ্টেম্বর। 
 
Subscribe to our channel Fagun Audio Vision and watch more shows of Ityadi and creations of Hanif Sanket.