Surprise Me!

ব্যতিক্রমধর্মী প্রতিবাদ! - Jagonews24.com

2021-06-15 1 Dailymotion

রামপালে কয়লাভিত্তিক ও রূপপুরে পরমাণু বিদ্যুৎ প্রকল্পসহ দেশব্যাপী পরিবেশের ওপর ক্ষতিকর প্রভার ফেলতে পারে এমন সব প্রকল্প বাতিলের দাবিতে জাতীয় সংগীত গেয়ে রাজধানীতে প্রতিবাদ জানানো হয়েছে। ব্যতিক্রমি এই প্রতিবাদ কর্মসূচি শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্য চত্বরে দেখা গেছে।

‘পারমাণবিক রাজাকার নিপাত যাক, কয়লার চকলেট বাংলাদেশে হবে না, থামবেন?, লেখা সম্বলিত বিভিন্ন প্লেকার্ড নিয়ে এই প্রতিবাদে হাজির হন অনেকে।

‘প্রাণ প্রকৃতি ও মানুষের পক্ষে জনগণ’ ব্যানারে এই প্রতিবাদে বিকেল ৪টায় তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

আনু মোহাম্মদ বলেন, যেখানে সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয় সেখানে জাতীয় পতাকার অপমান অমর্যাদা করা হয়। জাতীয় সংগীত একসঙ্গে গেয়ে সরকারি ওই সিন্ধান্তের প্রতিবাদ জানানো হচ্ছে বলে তিনি জানান।