Surprise Me!

যেভাবে রক্ষা পেল কুকুরগুলো || jagonews24.com

2021-06-15 0 Dailymotion

‘রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনি এলাকায় কিছু যুবক রাস্তার কুকুর ধরে অন্যায়ভাবে পিটিয়ে মেরে ফেলছে।’ গত ৩ ফেব্রুয়ারি ‘রবিনহুড ডি এনিমেল রেসকিউয়ার’ ফেসবুক গ্রুপ এমন খবর পায়। খবর পেয়ে সেখানে উপস্থিত হন সংগঠনটির চেয়ারম্যান আফজাল খান। তার হস্তক্ষেপে রক্ষা পায় ৩০-৪০টি কুকুর।

জানা যায়, খবর পাওয়ার পর স্থানীয় স্কাউট লিডার আরএসএল মুনিয়ার সাথে কথা হয় প্রাণিপ্রেমী আফজাল খানের। মুনিয়ার কাছ থেকেই পুরো ঘটনাটি শোনেন তিনি।

মুনিয়া তাকে বলেন, ‘এলাকার কিছু উচ্ছৃঙ্খল যুবক সব কুকুর মেরে ফেলার হুমকি দিয়েছিল। ফলে এলাকার প্রাণিপ্রেমীদের মনে আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনাটি প্রচণ্ড নির্দয়-নিষ্ঠুর। তাই এলাকার পোষা কুকুরগুলোকে লুকিয়ে রাখা হয়েছিল।’

#jagonews24 #Animalcare #animalrescuer