Surprise Me!

চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুত || jagonews24.com

2021-06-15 0 Dailymotion

চৈত্রের শেষ দিন। রাত পোহালে বাংলা নববর্ষ ১৪২৬। পুরনো দিনের দুঃখ, গ্লানি, হতাশা দূর করে আসবে নতুন ভোর। যে ভোরে উদিত হবে নতুন সূর্য। মুছে যাবে সব জঞ্জাল। নব উদ্যমে সাজবে পৃথিবী। রবীন্দ্রনাথের ভাষায়- ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা।’...