Surprise Me!

বেশি কিছু বলব না : সেফুদা || Exclusive Interview || jagonews24.com

2021-06-15 6 Dailymotion

আমার জীবনে ১২ বার জেল খেটেছি। আমি কাউকে ভয় করি না। আন্তর্জাতিক আদালতে দেখা হবে। ওরা আমার চির শত্রু। তারা আমার জীবন ধ্বংস করেছে। আমাকে হত্যা করতে পারবে না। বড়জোর জেল খাটাতে পারবে। আমি জেল-জরিমানা ভয় পায় না।

আমার মামলা চলছে বেশি কিছু বলব না। মামলা চলা অবস্থায় কোনো সাংবাদিককে সাক্ষাৎকার দেব না। কত সাংবাদিক আমার সঙ্গে দেখা করার জন্য লাইন দিয়ে থাকে। কাউকে টাইম দিই না। আজ ছুটি থাকায় এখনো পর্যন্ত ভিয়েনার প্রশাসন ফোন দেয়নি। আশা করি কাল দেব। আমার আইনজীবী রেডি আছে।

এ পর্যন্ত বহু সাংবাদিক আমার হাতে পায়ে ধরে অনুরোধ করেছে তবুও ইন্টারভিউ দিইনি। আমি মিথ্যা বলিনি। কারো ক্ষতি করি না। বাজে কথা বলি না। পংপং এর মাইরে.....। পং পং ভুয়া, আমি ঠিক।