Surprise Me!

‘ওস্তাদে ঘুমায়, আমি গাড়ি পাহারায়’ || jagonews24.com

2021-06-15 0 Dailymotion

ভরদুপুর। নীলক্ষেত মোড়ের অদূরে বলাকা সিনেমা হলের সামনে বাস, ট্রাক, প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। ব্যস্ততম এ সড়কের প্রতিটি বাসের আসন ফাঁকা। ভরদুপুরে ড্রাইভার ও হেলপারকে সটান লম্বা হয়ে শুয়ে থাকতে দেখা যায়।

একটু এগিয়ে যেতেই একটি ট্রাকের পাশে রাস্তার আইল্যান্ডে এক যুবককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যুবকের পরিচয় এবং সে এখানে রোদে দাঁড়িয়ে আছে কেন জানতে চাইলে সে জানায়, সে ট্রাকের হেলপার। তার ওস্তাদ (চালক) ঘুমাচ্ছেন, তাই সে গাড়ি পাহারা দিচ্ছে। আর একটু সামনে এগিয়ে গিয়ে দেখা যায় দু’জন রিকশাচালক বাস ও ট্রাকের মাঝে আটকা পড়ে বসে আছেন।

বিস্তারিত পড়ুন - https://bit.ly/2KUU8ZA