Surprise Me!

বিড়াল উদ্ধারে রবিনহুডের দুঃসাহসিক অভিযান || jagonews24.com

2021-06-15 0 Dailymotion

জীবনবাজি রেখে ১২ তলা বিল্ডিংয়ের ৮ তলার কার্নিশে আটকে থাকা একটি বিড়াল উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রবিনহুড’র সদস্যরা। বুধবার (২৪ এপ্রিল) প্রায় দেড় ঘণ্টা দুঃসাহসিক অভিযান চালিয়ে বিড়ালটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি আফজাল খান বলেন, কল্যাণপুর থেকে রাত ৯টা দিকে আমাদের কাছে ফোন আসে। ফোন পেয়ে আমাদের ১২ জনের একটি দল সেখানে পৌঁছে যাই। পৌঁছে দেখি ৮ তলার কার্নিশে বিড়ালটি আটকে আছে।

বিস্তারিত পড়তে-https://bit.ly/2L2CPGg