Surprise Me!

লালবাগের রয়েল স্পেশাল : মিশরী নান আর খাসির রান || jagonews24.com

2021-06-15 1 Dailymotion

‘পুরান ঢাকার মানুষ খানেওয়ালা, পকেটে টাকা না থাকলেও ঋণ করে খায়’ পুরান ঢাকার মানুষ সম্পর্কে যুগ যুগ ধরে এমন জনশ্রুতি রয়েছে। একে সুনাম বা বদনাম যে নামেই অভিহিত করা হউক না কেন একথা অধিকাংশ পুরান ঢাকার মানুষ বিশেষ করে ঢাকাইয়াদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। রমজান এলে কোন এলাকার কোন রেস্টুরেন্টে মজাদার ইফতারের আইটেম রয়েছে তা খুঁজতে প্রতিদিনই বিভিন্ন ইফতারের দোকানে ঢু মারা চাইই চাই।