Surprise Me!

গাড়ি থামলেই ছুটে গিয়ে লাইনে দাঁড়ায় ওরা || jagonews24.com

2021-06-15 0 Dailymotion

আজিমপুর পুরাতন কবরস্থানের দক্ষিণ গেটের সামনে আজ (শুক্রবার) সন্ধ্যা আনুমানিক ৬টায় একটি পিকআপ ভ্যান এসে থামলো। গাড়িটি থামতে দেরি, কিন্তু ক্ষণিকের মধ্যে সেখানে কোথা থেকে যেন ছুটে এলো আনুমানিক শতাধিক নারী, পুরুষ ও শিশু।

পিকআপ ভ্যান থেকে এক ব্যক্তি নেমে হ্যান্ডমাইকে ঘোষণা দিলেন, পুরুষ ও নারী সুষ্ঠুভাবে লাইনে দাঁড়ান। পর্য়াপ্ত পরিমাণ খাবার আছে। ঘোষণা শোনার পরও খাবার না পাওয়ার আশঙ্কায় সামনে দাঁড়ানো নিয়ে উপস্থিতিদের মধ্যে মৃদু শোরগোল শুরু হলো। অতঃপর খাবার বিতরণ শুরু।

বিস্তারিত পড়ুন- https://bit.ly/2DZheZe