Surprise Me!

১৩০০ কেজি ওজনের ‘মেসি’র দাম ৩৮ লাখ | jagonews24.com

2021-06-15 25 Dailymotion

নজরকাড়ার জন্য সাদিক অ্যাগ্রো ফার্মে বিশাল বিশাল আকৃতির গরু আনা হয়েছে। এর মধ্যে একটি নাম ‘মেসি’। মেসির রং বাদামি। উচ্চতা ৬ ফুটের বেশি। লম্বায় ৮ ফুট। বয়স সাড়ে তিন বছর। ওজন ১ হাজার ৩০০ কেজি। গরুটি ব্রাহমা জাতের। এর দাম হাঁকা হচ্ছে ৩৮ লাখ টাকা।

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় অবস্থিত সাদেক অ্যাগ্রো ফার্মের ইনচার্জ মো. মাইদুল ইসলাম জাগো নিউজ বলেন, সর্বনিম্ন ৬০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩৮ লাখ টাকা দামের গরু রয়েছে আমাদের খামারে। দেশি, পাকিস্তানি সিব্বি, ফ্রিজিয়ান, ছোট জাতের ভুট্টি ইত্যাদি নানা জাতের গরু রয়েছে আমাদের সংগ্রহে।

বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/national/news/518023