Surprise Me!

পাকিস্তানের উট এখন গাবতলীতে | jagonews24.com

2021-06-15 0 Dailymotion

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হচ্ছে কোরবানির পশুর হাট। আর এজন্য হাটের নির্ধারিত স্থানগুলো সুন্দরভাবে শেড আকারে তৈরি করা হচ্ছে। একই সঙ্গে চালানো হচ্ছে হাটের প্রচার- প্রচারণা। বেশিরভাগ হাটগুলোতেই চলছে সাজসজ্জার কাজ।

তবে অন্য হাটের প্রস্তুতির কাজ চললেও গাবতলীর স্থায়ী পশুর হাটে সারা দেশ থেকে কোরবানির পশু আসতে শুরু করেছে। এই হাটে শুধু গরু, ছাগল নয় কোরবানির পশু হিসেবে বিক্রির জন্য আনা হয়েছে পাকিস্তানের উট ও দুম্বা।