Surprise Me!

Mon Jodi Bhenge Jay Jak (Film Jowar Bhata)

2021-07-23 10 Dailymotion

মন যদি ভেঙ্গে যায়

যাক, যাক কিছু বলবো না

তোমার যাবার বেলা

আমার প্রেমের কথা তুলবো না।

মন যদি ভেঙ্গে যায়

যাক, যাক কিছু বলবো না

তোমার যাবার বেলা

আমার প্রেমের কথা তুলবো না।

মন যদি ভেঙ্গে যায়

যাক, যাক কিছু বলবো না

নাই বা মানলো বাধা

চোখের জলের এই নদী

পথ চেয়ে একা একা

কাঁদবো না হয় নিরবধী

নাই বা মানলো বাধা

চোখের জলের এই নদী

পথ চেয়ে একা একা

কাঁদবো না হয় নিরবধী

তোমার পথের জ্বালা

তোমার পায়ের ধুলা

তোমার পথের জ্বালা

তোমার পায়ের ধুলা

মুছিয়ে দিয়েছি আঁখি জলে

সেই তো অনেক বড় সান্ত্বনা

মন যদি ভেঙ্গে যায়

যাক, যাক কিছু বলবো না

তোমার যাবার বেলা

আমার প্রেমের কথা তুলবো না।

মন যদি ভেঙ্গে যায়

যাক, যাক কিছু বলবো না

কি আছে না হয় আমি

কেঁদেই কাটাবো এ জীবন

না হয় ছলনা দিয়ে

বুঝিয়ে রাখবো এ মন

কি আছে না হয় আমি

কেঁদেই কাটাবো এ জীবন

না হয় ছলনা দিয়ে

বুঝিয়ে রাখবো এ মন

তোমার জীবন তৃষ্ণা

পেয়েছে পথের দিশা

তোমার জীবন তৃষ্ণা

পেয়েছে পথের দিশা

এগিয়ে চলেছো সে পথে

সেই তো অনেক বড় সান্ত্বনা

মন যদি ভেঙ্গে যায়

যাক, যাক কিছু বলবো না

তোমার যাবার বেলা

আমার প্রেমের কথা তুলবো না।

মন যদি ভেঙ্গে যায়

যাক, যাক কিছু বলবো না