Surprise Me!

Calcutta High Court: "তদন্তের পরিণতির জন্যই এই সিট গঠন'' মন্তব্য মামলাকারীর আইনজীবীর

2022-06-15 6 Dailymotion

প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে এবার সিবিআইয়ের সিট। সিবিআইয়ের সিট গঠন করে তদন্তের নির্দেশ বিচারপতির। এবিষয়ে মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম বলেন, কোর্টের পর্যবেক্ষণ এবং আমরা সারদার-নারদার ক্ষেত্রেও আমাদের মনে হয় সঠিক তদন্ত হয়নি বা পরিণতি পায়নি। তদন্তের পরিণতির জন্যই এই সিট গঠন।