Surprise Me!

Renu Khatun: নার্সিং স্টাফ গ্রেড ২ পদে কাজে যোগ দিলেন কেতুগ্রামের রেণু খাতুন

2022-06-21 119 Dailymotion

অবশেষে নার্সিং স্টাফ গ্রেড ২ পদে কাজে যোগ দিলেন কেতুগ্রামের রেণু খাতুন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এক সপ্তাহ আগেই দুর্গাপুরে রেণুর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। আজ পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে কাজে যোগ দেন রেনু। নতুন করে স্বাস্থ্য দপ্তর থেকে কোনো নির্দেশ না আসা পর্যন্ত রেনু এই অফিসেই কাজ করবে বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার রায়। প্রতিবন্ধকতা কর্মজীবনে কোনও প্রভাব পড়বে না, প্রতিক্রিয়া রেণু খাতুনের। সরকারি চাকরি পাওয়ার জন্য হাত কেটে নিয়েছিলেন স্বামী, সেই চাকরিতেই যোগ দিলেন পূর্ব বর্ধমানের কেতুগ্রামের রেণু।