Surprise Me!

Udayan on Nishith : "চাকরির নামে টাকা তোলায় এক নম্বরে", উদয়ন-নিশানায় কেন্দ্রীয়মন্ত্রী ?

2022-07-30 404 Dailymotion

কোচবিহারে বিজেপির ‘চোর ধরো, জেল ভরো কর্মসূচি’-কে কটাক্ষ তৃণমূলের। পার্থকাণ্ডের মধ্যেই এবার কেন্দ্রীয়মন্ত্রীর বিরুদ্ধে টাকা তোলার পাল্টা অভিযোগ। নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে নিশানা উদয়ন গুহর। ‘কোচবিহারে চাকরির নামে টাকা তোলায় এক নম্বরে কেন্দ্রীয়মন্ত্রী’। ‘ডাকাতির মামলায় হাজতবাস করেছেন কেন্দ্রীয়মন্ত্রী’। ‘ইডি-র ক্ষমতা থাকলে ওই কেন্দ্রীয়মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করুক’ । দাবি দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর। নাম থাকা সত্ত্বেও বিজেপির মিছিলে হাজির না থাকায় নিশীথকে কটাক্ষ উদয়নের। পরের মিছিলে থাকবেন নিশীথ, আন্দোলন তীব্রতর হবে, পাল্টা বিজেপি।