Surprise Me!

Sri Aurobindo : অরবিন্দর স্মৃতি-বিজড়িত লন্ডনের বাড়ির অজানা কথা

2022-08-16 43 Dailymotion

স্বাধীনতার ৭৫। আর এই স্বাধীনতা সংগ্রামে ঋষি অরবিন্দর নাম লেখা আছে স্বর্ণাক্ষরে। তাঁর জীবনের একটা বড় অংশ কেটেছে লন্ডনে। তাঁর স্মৃতি বিজড়িত লন্ডনের সেই বাড়ির অজানা কথা আপনাদের জন্য তুলে এনেছে এবিপি আনন্দ।