Surprise Me!

Air Pollution: Delhi, Mumbai-তে থাকতে চান না ৬০% মানুষ

2023-11-30 4 Dailymotion

প্রত্যেক বছর শীতের শুরুতে দিল্লিতে বাড়তে শুরু করে বায়ু দূষণ। প্রত্যেক বছরের মত এবারও তার অন্যথা হয়নি। শীতের শুরুতে দিল্লিতে যেমন হু হু করে দূষণ বাড়তে শুরু করে, তেমনি মুম্বইয়েরও প্রায় একই হাল। ফলে দিল্লি এবং মুম্বইয়ের ৬০ শতাংশ মানুষ ভারতের অন্যতম প্রধান দুটি শহর ছেড়ে অন্য কোথাও থাকতে চান।