Surprise Me!

C V Ananda Bose: আচমকা অসুস্থ রাজ্যপাল, তাঁর অসুস্থতা নিয়ে চরমে রাজনৈতিক চাপানউতোর

2025-04-22 0 Dailymotion

ABP Ananda Live: আচমকা অসুস্থ রাজ্যপাল। আর এখন তাঁর অসুস্থতা নিয়ে চরমে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। সুকান্ত মজুমদার আজ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেন, দাঙ্গা কবলিত এলাকার পরিস্থিতি দেখেই অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, তাঁর অফিস থেকে বলা হয়, মুর্শিদাবাদের এই দৃশ্য দেখে যাওয়ার পর রাজ্য়পাল ঘুমোতে পারেননি। আবার কুণাল ঘোষ আশঙ্কাপ্রকাশ করেছেন,পলিটিক্য়াল অ্য়াসাইনমেন্টের চাপ সামলাতে না পেরেই কি অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যপাল? তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হা বলছেন, এমনটা তো নয়, যে ওঁর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে?