SIR চালু হতেই দুশ্চিন্তায় তেহট্টের বৃদ্ধাশ্রম! ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কায় প্রবীণরা
2025-11-19 173 Dailymotion
নদিয়ার তেহট্টের বেতাই বৃদ্ধাশ্রমে SIR–এর জেরে প্রবীণদের মধ্যে দুশ্চিন্তা। অনেকের ভোটার কার্ড কার্যকর আছে কি না তা নিয়ে অনিশ্চয়তা। অনেকেই দীর্ঘদিন ভোটে অংশ নেননি। ফলে নথিভুক্তি প্রক্রিয়া থেকে বাদ পড়ার আশঙ্কা করছেন প্রবীণরা।