SIR চলাকালীনই অবাক করা কাণ্ড! পাঁচ জনের পরিবারে ছয় নম্বর পুরুষ, ব্যপার কী?
2025-11-30 140 Dailymotion
শান্তিপুরের নবলা পঞ্চায়েতে SIR ফর্ম নিয়ে তীব্র চাঞ্চল্য। পাঁচ সদস্যের পরিবারের হাতে ভুল করে ছয় নম্বর ‘অচেনা ব্যক্তির’ ফর্ম চলে আসে। পরিবারের দাবী ওই ব্যক্তিকে পরিবারের কেউ চেনে না। BLO-র উপর অভিযোগ উঠেছে তিনি জোর করে ফর্ম দিয়েছেন।