যশোরের শার্শা উপজেলার দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী আরিফা আক্তার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে। ভ্যানচালক বাবার সীমিত আয়ে তার পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম। মেধাবী এই শিক্ষার্থীর পাশে থাকার আশ্বাস দিয়েছে শার্শা উপজেলা প্রশাসন। #আরিফা_আক্তার #জিপিএ৫ #দৃষ্টি_প্রতিবন্ধী #ডাক্তার_স্বপ্ন #শার্শা #কিশোরী #দারিদ্র্য_জয় #উপজেলা_প্রশাসন #যশোর #Mission90